Khoborerchokh logo

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৯ লক্ষ টাকা জরিমানা 797 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৯ লক্ষ টাকা জরিমানা



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটা গুলোতে জোরালো অভিযান। ভ্রাম্যমান আদালতে ৯ লক্ষ টাকা জরিমানা আদায়। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বরিশাল ইউনিয়ন, পবনাপুর ইউনিয়ন ও পৌরসভার ভিতর কয়েকটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। পৌরসভার ইটভাটা গুলোর মধ্যে এমএমবি অবৈধ ও ১ কিলোমিটারের মধ্যে এবং আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার কারণে ৪ ও ৮ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। বরিশার ইউনিয়নের মধ্যে এমএমবি ব্রিক্স-এ ৪ ও ৮ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়। বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুরে এমএসএম সাইদুর ব্রিক্স-এ একই ধারায় ১ লক্ষ টাকা অনাদায়ে ১ মাস কারাদন্ড। এরপর বরিশাল ইউনিয়নে এমএসএ ব্রিক্স-এ ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস ও এসএসবি ব্রিক্স-এ ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়। প্রতিটি ব্রিক্স-এ জরিমানার নগদ অর্থ প্রদান করা হয়। এসময় সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর রংপুর মিহির লাল সর্দার, ফায়ার সার্ভিস গাইবান্ধা ইউনিট ডিএডি আমিরুল ইসলাম সহ সাংবাদিকগণ উপ¯ি’ত ছিলেন। সরকার পরিবেশ ভারসাম্য রক্ষার্থে ও কৃষি জমি উর্বরতার বৃদ্ধি লক্ষে এসব ইটভাটা বন্ধ করা অব্যাহতের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ¯’ানীয় জনগণ ইটভাটা উ”েছদ ও বন্ধ করার ব্যাপারে সরকারের কাছে জোর দাবী জানায়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অবৈধ ইটভাটা বন্ধের ব্যাপারে সকল অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com